• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ছিনতাই করতে গিয়ে ধরা খেলেন ২ পুলিশ সদস্য, অতঃপর...

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২২:২২, ২৬ মার্চ ২০২৪

আপডেট: ১৭:২২, ২৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ছিনতাই করতে গিয়ে ধরা খেলেন ২ পুলিশ সদস্য, অতঃপর...

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে ছিনতাইয়ের সময় দুই পুলিশ কনস্টেবল গ্রেফতার হয়েছে। সোমবার (২৫ মার্চ) রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় স্থানীয়রা ওই পুলিশ কনস্টেবলদের ছিনতাই করার সময় ধরে ফেলেন। পরে মহাসড়কের দেওহাটা পুলিশ ফাঁড়ির কাছে সোপর্দ করা হয়।  

তারা হলেন-জেলার বাসাইল উপজেলার মিরেকপুর গ্রামের কৈলা রাজবংশীর ছেলে রিপন রাজবংশী এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়ার ময়নাল হকের ছেলে মো. মোহসীন মিয়া। দুই কনস্টেবল মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত আছেন। এ ঘটনায় সোমবার রাতেই তাদের দুইজনকেই সাময়িক বহিষ্কার করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। 

আরও পড়ুন: বঙ্গবন্ধুর ডাকে রাজারবাগের পুলিশ সেদিন ঘুরে দাঁড়িয়েছিলো: স্বরাষ্ট্রমন্ত্রী

ওই রাতেই মধুপুর উপজেলার পিকআপ চালক রানা বাদি হয়ে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম।

এ ব্যাপারে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার আদিত্য বলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: