• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বিএসএফের গুলিতে নিহত আল আমিনের মরদেহ হস্তান্তর

প্রকাশিত: ১১:৫২, ২৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
বিএসএফের গুলিতে নিহত আল আমিনের মরদেহ হস্তান্তর

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আল আমিনের লাশ ফেরত দেয়া হয়েছে। বুধবার (২৭ মার্চ) রাতে সাপাহার উপজেলার ১৬ বিজিবির অধীনে হাঁপানীয়া বিওপি ক্যাম্প এলাকা কৃষ্ণসদা গ্রামে বিজিবি ও বিএসএফ'র মধ্যে পাতাকা বৈঠক হয়।

বৈঠকের পর আল আমিনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিএসএফের পক্ষ থেকে ভারতের কেদারি পাড়া ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর সুভাষ চন্দ্র মিনা উপস্থিত ছিলেন। 

গত ২৬ মার্চ মঙ্গলবার ভোরে পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা দিয়ে গরু আনতে গিয়ে ভারতের মালদা জেলার মিল মারি এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয় বাংলাদেশি যুবক আল আমিন। 

মঙ্গলবার ভোরে নওগাঁ ১৬ বিজিবির অধিনে হাঁপানীয়া বিওপি ক্যাম্প এলাকা দিয়ে এক দল বাংলাদেশি গরু ব্যবসায়ী গরু আনতে ভারতে যায়। প্রায় ২ কিলোমিটার ভারতের অভ্যন্তরে বিএসএফ টহল দলের গুলিতে ঘটনাস্থলেই মারা যায় আল আমিন। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হয়।  

বিভি/রিসি

মন্তব্য করুন: