• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

হঠাৎ ঘূর্ণিঝড়ে ২২ গ্রাম লণ্ডভণ্ড, ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ১৪:১৮, ২৮ মার্চ ২০২৪

আপডেট: ১৫:১৯, ২৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
হঠাৎ ঘূর্ণিঝড়ে ২২ গ্রাম লণ্ডভণ্ড, ফসলের ব্যাপক ক্ষতি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ঘূর্ণিঝড়ে দুইটি ইউনিয়নের অন্তত ২২ টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের। 

বুধবার (২৭ মার্চ) মধ্যরাতে উপজেলার পাচুড়িয়া ও বানা ইউনিয়নে ঘূর্ণিঝড়ের সাথে শিলা বৃষ্টিও হয়। এতে অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। অনেক জায়গায় সড়কের উপরে গাছ পড়ে যানবাহন চলাচল বিঘ্ন ঘটছে। বিদ্যুতের তার ছিঁড়ে অন্ধকার হয়ে যায় দুইটি ইউনিয়নের বেশিরভাগ গ্রাম। 

বানা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের বাসিন্দারা জানায়, অন্তত ১৪ টি গ্রামে ঘূর্ণিঝড় প্রবলভাবে আঘাত হানে। ঝড়ে কাঁচা-আধাপাকা ঘরবাড়ি, গাছপালাসহ কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাচুড়িয়া ইউপি সদস্য আমিনুর রহমান জানান, ঘূর্ণিঝড়ে তার বাড়িসহ আট গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অনেকেই ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে। ক্ষতিগ্রস্তদের সব রকমের সহযোগিতা করা হবে বলে জানান ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।  

বিভি/রিসি

মন্তব্য করুন: