• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ১৬:১৯, ১৪ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:২১, ১৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া পৌরসভার সাবেক ও বর্তমান কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার পৌর শহরের কালিয়ার মোড়ে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সবুর ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম রেজা ইউসুফ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিলো। সকালে ছোট কালিয়ার মোড় জামে মসজিদের পাশের এক খণ্ড সরকারি জমি পরিমাপ করতে গেলে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হন।

কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: