• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সাতক্ষীরা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

প্রকাশিত: ২১:৪১, ৯ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
সাতক্ষীরা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

আট ঘণ্টা বন্ধ থাকার পর সাতক্ষীরা থেকে দূরপাল্লার সব গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান না করলে আবার চলাচল বন্ধ করবে বলে জানিয়েছে সাতক্ষীরা পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ২টার দিকে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের পর বিকালে এ সিদ্ধান্তের কথা জানান সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক সাইফুল করিম সাবু।

তিনি বলেন, ‘সোমবার (৮ আগস্ট) যশোরে সাতক্ষীরার পরিবহন কাউন্টারে তালা লাগিয়ে দিয়েছেন যশোর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা। গত ৫ আগস্ট শ্যামনগরে শ্রমিকদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। তখন শ্যামনগরের উচ্ছৃঙ্খল শ্রমিকরা যশোরের গাড়ি শ্যামনগর যেতে নিষেধ করে। নিষেধ উপেক্ষা করে যশোরের গাড়ি কালিগঞ্জে আটকে দেন শ্রমিকরা। সে কারণে সাতক্ষীরা থেকে পরিবহন বন্ধ করে দিয়েছিলেন মালিকরা।’

সে কারণে পরিবহন মালিকরা গাড়ি চলাচল বন্ধ রাখে। মঙ্গলবার দুপুরে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক হয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান না হলে পরবর্তীতে পুনঃরায় কর্মসূচি ঘোষণা করা হবে। তবে আপাতত পরিবহন চলবে বলে জানিয়েছেন সাতক্ষীরা পরিবহন পরিচালক কমিটির সভাপতি তাহমিদ সায়েদ চয়ন।

তিন বলেন, ‘বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিকদের দ্বন্দ্বের কারণে আমাদের পরিবহনের ওপর চাপ পড়ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সমাধান না করলে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।’

বিভি/এনএ

মন্তব্য করুন: