• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

হাটহাজারীর তিন খুনঃ আট জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ১৫:৫২, ২৬ অক্টোবর ২০২১

আপডেট: ১৫:৫৩, ২৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
হাটহাজারীর তিন খুনঃ আট জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে তিন সহোদর হত্যা মামলায় আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন-এর নেতৃত্বে আপিল বেঞ্চ এই রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আশরাফ উজ জামান খান ও শিরিন আফরোজ।  

২০০৩ সালের ২৬ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় সন্ত্রাসীরা আবুল কাশেম, আবুল বশর ও বাদশা আলম নামে তিন সহোদরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই কাজী মফজল মাস্টার ২২ জনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করে।  

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ জানান, আপিল বিভাগ আজকে চূড়ান্ত রায় ঘোষণা করেন। রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আর বিচারিক আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিন জনের সাজা বহাল রেখেছেন। 

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: