• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

আদালতে হাজী সেলিম

প্রকাশিত: ১৫:২০, ২২ মে ২০২২

ফন্ট সাইজ
আদালতে হাজী সেলিম

আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম আত্মসমর্পণের জন্য আদালতে হাজির হয়েছেন। 

রবিবার (২২ মে) ৩টার দিকে আদালতে পৌঁছেছেন তিনি। ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলামের আদালতে হাজী সেলিম আজ আত্মসমর্পণ করবেন বলে জানা গেছে।

 

এর আগে হাজী সেলিমের পক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ সংশ্লিষ্ট আদালতে তিনটি দরখাস্ত করেছেন। দরখাস্তে আসামির আপীলের শর্তে জামিনের আবেদনসহ ১ম শ্রেণির মর্যাদা প্রদান (সিআইপি ট্রিটমেন্ট) ও কারাগারের তত্ত্বাবধানে দেশের উন্নতমানের হাসপাতালে Better Treatment প্রদানের আবেদন করা হয়। 

হাজী সেলিমের পক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ তিনটি আবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজী সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে রায় দেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত ১০ ফেব্রুয়ারি। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।

বিভি/এসএইচ/এএন

মন্তব্য করুন: