• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

৯৮ জনকে নিয়োগ দেবে পাবনা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়

প্রকাশিত: ১৬:৫২, ১৯ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
৯৮ জনকে নিয়োগ দেবে পাবনা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়

রাজস্ব খাতের ৪টি পদে মোট ৯৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবনা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা (http://dgfppab.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৫ অক্টোবর পর্যন্ত জমা দিতে পারবেন।

পদের নাম ও সংখ্যা
 ১. পরিবার পরিকল্পনা সহকারী ৩
 ২. পরিবার পরিকল্পনা পরিদর্শক ৮
 ৩. পরিবারকল্যাণ সহকারী ৮৬
 ৪. আয়া ১

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরিতে আবেদনের বয়স
করোনার কারণে চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা বন্ধ ছিলো। তাই সরকার চাকরির আবেদনের জন্য বয়স কমিয়ে দেয়। গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে পাবনা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

বিভি//এমএস

মন্তব্য করুন: