সর্বোচ্চ আদালত নিয়ে দন্ডিত মন্ত্রীদের বক্তব্য স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি হুমকি
অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংবিধান রক্ষার শপথ ভঙ্গ করেছেন মন্ত্রীরা। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন রিজভী আহমেদ। সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আইন কমিশনের চেয়ারম্যান খায়রুল হকের বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন তিনি। খায়রুল হককে গ্রেফতার, মন্ত্রীদের বক্তব্যের প্রতিবাদ এবং নিম্ম আদালতের বিচারকদের চাকরি বিধিমালার গেজেট প্রকাশের দাবিতে- রবি, বুধ ও বৃহস্পতিবার সব জেলা বারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মন্তব্য করুন: