প্রধান বিচারপতির ঘাড়ে বসে রাজনীতি করছে বিএনপি- হাসান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, প্রধান বিচারপতির ঘাড়ে বসে রাজনীতি করছে বিএনপি। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
হাসান মাহমুদ বলেন, ১৯৭১ সালে প্রধান বিচারপতি এস কে সিনহা শান্তি কমিটির সদস্য ছিলেন। বিষয়টি তিনি লুকিয়েছিলেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে প্রধান বিচারপতি মৌলভীবাজার কোর্টের একজন আইনজীবী হতেন, হাইকোর্টের বিচারপতি হতে পারতেন না বলেও মন্তব্য করেন তিনি।
শপথ ভঙ্গের অপরাধে, রাষ্ট্রপতির ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার অপরাধে প্রধান বিচারপতিকে পদত্যাগেরও আহ্বান জানান তিনি। এ সময় হাসান মাহমুদ বলেন, বিএনপির নিজের কোন রাজনীতি নেই, তারা কিছুদিন তেল গ্যাস রক্ষা কমিটির ঘাড়ে বসে রাজনীতি করেছে, এরপর রাজনীতি করেছে ফরহাদ মজহারকে নিয়ে।




মন্তব্য করুন: