• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ভুটানকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৫৪, ২৩ আগস্ট ২০১৭

আপডেট: ০৪:৫৪, ২৩ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
ভুটানকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

সাফ অনূর্ধ ১৫ ফুটবলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। কাঠমান্ডুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল মিরাজ মোল্লার জোড়া গোলে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে 'এ' গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ । প্রথম ম্যাচে শ্রীলংকা'কে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনাল আগেই নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে শ্রীলংকাকে ৬-০ গোলে হারায় ভুটান। তাই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করতে দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ ছিলো। ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেই জয় নিয়ে মাঠ চেড়েছে গত আসরের চ্যাম্পিয়নরা। ২৫ মিনিটে একক নৈপূণ্যে ১৮ গজ দূর থেকে দূর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে নেন ফয়সাল আহমেদ। বিরতির পর করিমের ক্রসে দারুন এক হেডে দলকে ২-০'তে এগিয়ে নেন মিরাজ। এরপর ৮১ মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন মিরাজ মোল্লা। তবে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। বুধবার 'বি' গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে ভারত ও স্বাগতিক নেপাল। এই ম্যাচের পরই নিশ্চিত হবে সেমিফাইনালে বাংলাদেশ খেলবে কোন দলের বিপক্ষে।

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2