দেশের বিভিন্ন জায়গার কিছু গুরুত্বপূর্ণ খবর…
কক্সবাজারের উখিয়া শরনার্থী শিবিরে রোহিঙ্গাদের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ওষুধ দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেনসহ বিএনপির নেতারা।
রোহিঙ্গাদের হত্যা ও তাঁদের প্রতি সবধরণের সহিংসতা বন্ধের দাবিতে চুয়াডাঙ্গায় প্রথম আলোর উদ্যোগে মানববন্ধন হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়। এদিকে, একই ইস্যুতে পটুয়াখালীতে মানববন্ধন হয়। প্রথম আলো বন্ধু সভার আয়োজনে সকালে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি হয়।
শেরপুরের নকলা উপজেলার নকলা পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ ঘোষনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে অভিনন্দন জানিয়ে আনন্দ Rally করেছে স্কুল কর্তৃপক্ষ ।
আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ি এলাকায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপির) মার্কস এন্ড স্টার্ট প্রোজেক্টের ট্রেনিং পরিদর্শন করেছেন ব্রিটিশ লেবার পার্টির এমপি রুশনারা আলী। সকালে সিআরপিতে তাকে স্বাগত জানান সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম।
সুনামগঞ্জে সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচি এবং ওএমএসসহ সব ধরনের চালের দাম বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। দুপুরে শহরের পুরাতন বাস স্টেশনের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি হয়।
১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চুড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের চাকরিতে নিয়োগসহ চার দফা দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে প্রার্থীরা। সকালে মুজিব সড়কে অর্ধশতাধিক প্রার্থী ঘণ্টাব্যাপী একর্মসূচিতে অংশ নেন।
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উইন্টার ২০১৬ টার্মের গ্র্যাজুয়েশন ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে Rally আলোচনা সভা, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বিতরনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ১২৯ জন শিক্ষার্থীকে ব্যাচেলর ডিগ্রী প্রদান করা হয়।
ঝিনাইদহে দুর্গা পূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মত বিনিময় সভা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ প্রশাসন ও পূজা উৎযাপন পরিষদের মধ্যে এ সভা হয়।
সাতক্ষীরায় ‘লীড ব্যাংক’ পদ্ধতির মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যাংকিং খাতকে ত্বরান্বিত করার জন্য কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। জেলার সব তফসিলী ব্যাংকের আয়োজনে জেলা শিল্পকলা মিলনায়তন থেকে Rally বের করা হয়।
মন্তব্য করুন: