• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

২৪ সেপ্টেম্বর, রবিবার ২০১৭  

প্রকাশিত: ০২:০০, ২৪ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ১২:২৯, ২১ সেপ্টেম্বর ২০১৭

ফন্ট সাইজ
২৪ সেপ্টেম্বর, রবিবার ২০১৭  

বেলা ১২:০৫ : বাংলা সিনেমা বিকেল ৫:২৫ : পরীক্ষার প্রস্তুতিমূলক সরাসরি অনুষ্ঠান ‘পরীক্ষা প্রস্তুতি’; উপস্থাপনা: ড. সৌমিত্র শেখর। সন্ধ্যা ৬:০৫ : স্কুল ও কলেজ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবং ক্লাসের বাইরে’। সন্ধ্যা ৬:৩০ : নিজ নিজ ক্ষেত্রে সফল ও কীর্তিমান ব্যক্তিত্বদের জীবনকথা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘নানা রঙের দিনগুলি’। সন্ধ্যা ৭:৩০ : বাংলাভিশন সংবাদ রাত ৮:১৫ : ধারাবাহিক নাটক ‘একদিন প্রজ্ঞার দিন’; রচনা: সৈয়দ জিয়া উদ্দিন; পরিচালনা: গৌতম কৈরী; অভিনয়ে: শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, মুনিরা মিঠু, ইকবাল বাবু, হাসনাত রিপন, উম্মে আদিবা, মুকুল সিরাজ, জাহাঙ্গীর আলম প্রমুখ। রাত ৯:০০ : বাংলাভিশন নিউজ টপ টেন রাত ৯:০৫ : ধারাবাহিক নাটক ‘মহাগুরু’; রচনা: রিজওয়ান খান; পরিচালনা: কায়সার আহমেদ; অভিনয়ে: মোশাররফ করিম, এটিএম শামসুজ্জামান, শহিদুজ্জামান সেলিম, নিলয় আলমগীর, আনিকা কবির শখ, অহনা, বাঁধন, মেহেরিন নিশা, স্নেহা, দিলারা জামান, সাবেরী আলম, আখম হাসান, জয়রাজ, জুঁই করিম, মুকুল সিরাজ, কাজী উজ্জল, মাসুদ রানা মিঠু, টুটুল চৌধুরী, বিনয় ভদ্র প্রমুখ। রাত ১০:৩০ : বাংলাভিশন সংবাদ রাত ১১:২৫ : শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান ‘আনন্দলোকে’; গ্রন্থনা ও উপস্থাপনা: মুহাম্মদ জাহাঙ্গীর। রাত ১২:০০ : সংবাদপত্র ও চ্যানেলের খবর নিয়ে অনুষ্ঠান ‘নিউজ এন্ড ভিউজ’ রাত ১:০০ : সিনেমার গান রাত ১:৩০ : মধ্যরাতের বাংলাভিশন সংবাদ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2