• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধান হবে: ইসি আনিছুর

প্রকাশিত: ১৭:১০, ২৫ জুলাই ২০২৩

আপডেট: ১৭:১২, ২৫ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধান হবে: ইসি আনিছুর

ইসি আনিছুর রহমান

জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আর কোনো সংলাপের উদ্যোগ নেওয়া হবে না বলে জানিয়েছেন কমিশনার আনিছুর রহমান। তিনি বলেন,   দেশের যে কোনো রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে সব দল অংশ নেবে বলেও আশা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংলাপের বিষয়ে নির্বাচন কমিশনের এ অবস্থানের কথা জানান তিনি।

তফসিল নিয়ে এখনো আলোচনা হয়নি জানিয়ে আনিছুর রহমান বলেন, অক্টোবরে তফসিল হবে কি না জানি না। জানুয়ারির প্রথম সপ্তাহে বা ডিসেম্বরের শেষ সপ্তাহে যদি নির্বাচন করি তাহলে ৪৫ দিন আগেই করতে হবে। 

আনিছুর রহমান বলেন, দেশের নির্বাচন ব্যবস্থার দায়িত্বভার গ্রহণের চারমাস পরই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকে ইসি। তবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো তা বর্জন করে। পরে ফের সংলাপের উদ্যোগ নিলে তখনো বিএনপি ও সমমনাদের সাড়া পায়নি কাজী হাবিবুল আউয়াল কমিশন। এরপর সংলাপে না আসা দলগুলোকে চিঠি পাঠিয়েও কোনো জবাবে পায়নি সাংবিধানিক এ সংস্থাটি। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে সংলাপের আর কোনো উদ্যোগ ইসির পরিকল্পনায় নেই জানিয়ে আনিছুর রহমান বলেন, সংলাপ নিয়ে ভাবছি না। সংলাপের আর প্রয়োজনীয়তা আছে বলেও আমি মনে করি না।

নুরের গণঅধিকার পরিষদের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি সম্পর্কে আনিছুর রহমান বলেন, গণঅধিকার পরিষদের ক্ষোভ থাকতেই পারে। কমিশন ঘেরাও করার অধিকারও তাদের আছে। তারা কী করবে? আমাদের ঘেরাও করলে ঘেরাও হয়ে বসে থাকব। বিচলিত হব না। সারা দেশেই তো রাজনৈতিক কার্যক্রম চলছে। স্বাভাবিক কার্যক্রমও চলছে। হয়ত সাধারণ মানুষের কষ্ট হবে, চলাচলের সমস্যা হবে।

নতুন দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে এ কমিশনার বলেন, আমরা ২৬ জুলাই পর্যন্ত সময় দিয়েছি আপত্তি জানানোর জন্য। যারা নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছে বলে মনে করে তাদের আপত্তি জানানোর জন্য। কেউ কেউ আপত্তি জানিয়েছে। কালকের পর আমরা এটা নিয়ে বসব।

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2