• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

জিম্মি নাবিকদের মুক্ত করতে সোমালি পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী তৎপর

প্রকাশিত: ১১:৪৮, ১৯ মার্চ ২০২৪

আপডেট: ১১:৪৯, ১৯ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
জিম্মি নাবিকদের মুক্ত করতে সোমালি পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী তৎপর

জলদস্যুদের হাত থেকে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ও জিম্মি নাবিকদের মুক্ত করতে সোমালিয়ার পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

সোমবার (১৮ মার্চ) সোমালিয়ার পান্টল্যান্ডের আঞ্চলিক পুলিশ এ যৌথ অভিযানের কথা জানায়। জলদস্যুদের কবল থেকে ভারতীয় কমান্ডোরা অপর একটি কার্গো জাহাজ মুক্ত করার দু'দিন পর সোমালিয়ার পুলিশ এ পরিকল্পনার তথ্য সামনে আনলো। 

পান্টল্যান্ডের আঞ্চলিক এলাকায় জলদস্যুদের অনেক ঘাঁটি রয়েছে। পুলিশ বলছে, তারা সর্বোচ্চ সতর্কতায় এগোচ্ছে। জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে আন্তর্জাতিক নৌবাহিনীর সাথে অংশ নিতেও প্রস্তুত রয়েছে। এমভি আবদুল্লাহ উদ্ধারে আন্তর্জাতিক নৌবাহিনীর কথা বলা হলেও তাতে কোন কোন দেশের বাহিনী থাকছে, তা স্পষ্ট নয়। 

রবিবার পান্টল্যান্ড পুলিশ এমভি আবদুল্লাহ জাহাজে অবস্থানরত জলদস্যুদের মাদক সরবরাহ করে এমন একটি গাড়ি জব্দ করে। 

এর আগে, মঙ্গলবার ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজটিতে থাকা ২৩ নাবিকের সবাই জলদস্যুদের হাতে জিম্মি। 

বিভি/টিটি

মন্তব্য করুন: