• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

না.গঞ্জের বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে ভুটান রাজা 

প্রকাশিত: ১৪:২৭, ২৭ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
না.গঞ্জের বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে ভুটান রাজা 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। 

বুধবার (২৭ মার্চ) সকাল এগারোটার দিকে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসেন তিনি। সেখানকার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে ভুটানের রাজাকে অবহিত করা হয়। ইকোনমিক জোন পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। 

এর আগে দিনের শুরুতে পদ্মা সেতু এলাকায় যান ভুটানের রাজা। পদ্মা সেতু ঘুরে দেখেন তিনি। সে সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী পদ্মা সেতুর সার্বিক বিষয় রাজাকে অবহিত করেন।

বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটান অ্যাম্বেসি আয়োজিত ব্যবসায়ী নেতা ও  উদীয়মান বিনিয়োগকারীদের সাথে বৈঠকে বসবেন জিগমে খেসার নামগিয়েল। চারদিনের সফর শেষে ২৮ মার্চ কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের পর সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ সফর শেষ করবেন দেশটির রাজা। 

বিভি/রিসি

মন্তব্য করুন: