• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত ব্লিনকেনের

প্রকাশিত: ১০:৪১, ২৮ মার্চ ২০২৪

আপডেট: ১৩:০৪, ২৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত ব্লিনকেনের

বাংলাদেশে অবাধ, পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে কাজ করে যাবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের বিবৃতি প্রসঙ্গে এই মন্তব্য করেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ওই বিবৃতিতে গণতান্ত্রিক শাসন জোরদার ও মানবাধিকার রক্ষায় বাংলাদেশের জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিলেন ব্লিনকেন। 

এক প্রশ্নের জবাবে মিলার বলেন, প্রেসিডেন্ট বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের পররাষ্ট্রনীতির সর্বোচ্চ গুরুত্বের তালিকায় রয়েছে গণতন্ত্রের বিকাশ। বাংলাদেশ সরকারের সঙ্গে সংলাপের সময় অব্যাহতভাবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে কথা বলে যাচ্ছে।

বাংলাদেশে নির্বাচনপূর্ব পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ের সূত্র টেনে মিলার বলেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছিলা যুক্তরাষ্ট্র। এই লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

বিভি/রিসি

মন্তব্য করুন: