• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

নারী সংসদ সদস্যরা অনুগ্রহের ফসল, সরাসরি নির্বাচনের পরামর্শ সুজনের

প্রকাশিত: ১৩:৪১, ২৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
নারী সংসদ সদস্যরা অনুগ্রহের ফসল, সরাসরি নির্বাচনের পরামর্শ সুজনের

বর্তমান ব্যবস্থায় নারী সংসদ সদস্যরা অনুগ্রহের ফসল, তাই তাদের সরাসরি নির্বাচিত করতে হবে, বলছে সুশাসনের জন্য নাগরিক -সুজন। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০ নারী সদস্যের তথ্য তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেছে সংগঠনটি। সুজন জানায়, ৫০ জনের মধ্যে কোটিপতি সংসদ সদস্য হলেন ৭ জন। এছাড়া ঋণখেলাপি নারী সংসদ সদস্য ১৩ জন। পিছিয়ে পড়া নারীদের কোনো প্রতিনিধি নেই। 

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ৫০ জন নারী সংসদ সদস্য গত ২৮ ফেব্রুয়ারি শপথ নেন। এই নারী সংসদ সদস্যদের বিভিন্ন বিষয়ের তথ্য সংগ্রহ করে সুশাসনের জন্য নাগরিক-সুজন। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সুজন জানায়- দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৩ জন এসএসসি পাস করতে পারেনি। ৩০ জন স্নাকোত্তর পাশ করেছেন। এমপিদের মধ্যে ১৩ জন ব্যবসায়ী, কোটি টাকা আয় করেন ৫ জন, কোটির ওপরে আয় করেন ২জন- শাম্মী আহমেদ এবং অপরাজিতা হক। ৫০ জনের মধ্যে ২০ জনের সম্পদ কোটি টাকার ওপরে, ৫ কোটি টাকার অধিক সম্পদের মালিক ১৪ জন, আছে ঋণ খেলাপিও।

সুজন সম্পাদক আরো বলেন, সরাসরি নির্বাচন ছাড়া নারীর ক্ষমতায়ন হবে না। সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের এখন অনুগ্রহ করা হচ্ছে।

সংরক্ষিত নারী সংসদ সদস্যদের জন্য আসন সংখ্যা ১০০ করার সুপারিশও করেছে সুজন।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: