• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে ১১ প্রকল্প অনুমোদন 

প্রকাশিত: ১৩:৫৬, ২৮ মার্চ ২০২৪

আপডেট: ১৩:৫৬, ২৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে ১১ প্রকল্প অনুমোদন 

প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৃহস্পতিবার (২৮ মার্চ ) সকাল দশটায় বৈঠক শুরু হয়। মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

বৈঠকে, বাংলাদেশে রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রনিক লোকোমোটিভ এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ,  বৃহত্তর রংপুর অঞ্চলের জেলাসমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মান সহ আরো ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

বৈঠকের পর পরিকল্পনা সচিব এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৬ সাল নাগাদ এলডিসি গ্রাজুয়েশন হলে বাংলাদেশের অর্থনীতিতে কি ধরণের চ্যালেঞ্জ আসবে, তা মোকাবিলায় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি অল্প টাকায় যেসব প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো দ্রুত শেষ করার তাগিদও দিয়েছেন শেখ হাসিনা । 

বিভি/রিসি

মন্তব্য করুন: