• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ঈদের ছুটিতে চুরি-ছিনতাই রোধে ব্যবস্থা নেয়া হয়েছে: আইজিপি

প্রকাশিত: ১৭:১৬, ২৯ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ঈদের ছুটিতে চুরি-ছিনতাই রোধে ব্যবস্থা নেয়া হয়েছে: আইজিপি

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় বাসা-বাড়িতে চুরি-ছিনতাই রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কোথাও কোনো সমস্যা দেখলে ৯৯৯-এ কল করে জানানোর আহবান জানিয়েছেন তিনি। 

শুক্রবার (২৯ মার্চ) রাজারবাগ বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে বার্ষিক আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় ডিএমপি কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এবারের ঈদে লম্বা ছুটির কারণে পর্যটন কেন্দ্রগুলোতে বাড়তি চাপ থাকবে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া বাস টার্মিনালগুলোতে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আইজিপি।

তিনি বলেন, ঈদে বাড়ি যেতে জীবনের ঝুঁকি নিয়ে কেউ ভ্রমন করবেন না। এবারে ঈদের লম্বা ছুটিতে পর্যটন এলাকাগুলোতে বাড়তি পরিকল্পনা নেয়া হয়েছে। বাড়তি ভাড়া নেয়ার ব্যাপারে আইন-শৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে  

বিভি/এজেড

মন্তব্য করুন: