• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

৩০ মে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

বাংলাদেশ-ভারত বৈঠকঃ আলোচনা হবে তিস্তা, সীমান্ত হত্যাসহ নানা বিষয়ে

ইমরুল কায়েস

প্রকাশিত: ১৩:৪১, ১৮ মে ২০২২

ফন্ট সাইজ
বাংলাদেশ-ভারত বৈঠকঃ আলোচনা হবে তিস্তা, সীমান্ত হত্যাসহ নানা বিষয়ে

চলতি মাসের ৩০ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এতে তিস্তাসহ অভিন্ন নদীর পানিবন্টন, সীমান্ত হত্যা, যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র সচিব ডক্টর মাসুদ বিন মোমেন জানিয়েছেন, শিগগিরই দু'দেশের মধ্যে রেল ও বিমান যোগাযোগ পুরোদমে শুরু হবে। বৈঠক থেকে ভালো ফলাফল আসবে বলে আশা ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দ্বোরাইস্বামীর। 

জুলাই মাসে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভারত সফরের আগেই চলতি মাসের ৩০ তারিখ নয়াদিল্লীতে জয়েন্ট কনসালটেটিভ কমিশন-জেসিসি বৈঠক করবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। তার আগে আসামের গৌহাটিতে হবে নদী কমিশনের বৈঠক। এসব বৈঠকে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা হবে জানিয়ে এ বিষয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব। 

বিভি/রিসি

মন্তব্য করুন: