• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে আ. লীগ, অভিযোগ ফখরুলের

প্রকাশিত: ১৪:১২, ২৭ মার্চ ২০২৪

আপডেট: ১৬:৫৪, ২৭ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে আ. লীগ, অভিযোগ ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। যারা বিতর্ক করছেন তারা মুক্তিযুদ্ধের শক্তি না। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে আওয়ামী লীগ।

বুধবার (২৭ মার্চ) রাজধানী ইঞ্জনিয়ার্স ইন্সষ্টিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করে বিএনপি। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  মুক্তিযুদ্ধের ইতিহাস পরিকল্পিতভাবে বিকৃত করছে আওয়ামী লীগ।

তারা মুখে গণতন্ত্রের কথা বললেও একদলীয় শাসন কায়েম করেছে। ৭ই জানুয়ারি দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে সরকার। বাংলাদেশ শুধু ফ্যাসিস্ট নয়, বর্ণবাদীদের কবলে পড়েছে।

আওয়ামী লীগ নিজেরা সাম্প্রদায়িক শক্তি, গোষ্ঠী তৈরি করছে। গোটা দেশকে তারা গিলে ফেলেছে। এটা থেকে মুক্তি পেতে বিএনপি সংগ্রাম করছে। ভূ-রাজনীতি নিয়ে যা চলছে সবদিকে শুধু স্বার্থ আর স্বার্থ। বড় বড় দেশের একটাই লক্ষ্য তাদের স্বার্থ রক্ষা করা। বিশ্ব প্রেক্ষাপট, দেশের সামগ্রিক অবস্থাকে বিবেচনায় নিয়ে সামনের দিনের রাজনৈতিক কৌশল ঠিক করতে হবে। ভোটের অধিকার রক্ষায় সংগ্রামে কোনো বিকল্প নেই। 

বিভি/রিসি

মন্তব্য করুন: