• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

প্রকাশিত: ১৫:৩৬, ২৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

-বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ১১ মামলায় সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন লাভ করেছেন। 

হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মুহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি সাহেদ নুরুদ্দিন এর সম্বনয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রকিবুল ইসলাম বকুলের আগাম জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৮ অক্টোবর ও তার পরবর্তীতে ঢাকা ও খুলনায় বিভিন্ন থানায় দায়েরকৃত ১১ মামলায় ৮ (আট) সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন বকুল।

রকিবুল ইসলাম বকুলের পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং তাকে সহায়তা করেন এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।

রকিবুল ইসলাম বকুল খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে খুলনা-৩ আসন থেকে ধানের শীষের প্রার্থী হন।

১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই ফজলুল হক হলে ছাত্রদল কর্মী হিসেবে ছাত্র রাজনীতি শুরু করেন রকিবুল ইসলাম বকুল। এর পর হল কমিটির সহসভাপতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক, ফজলুল হক হল শাখা ছাত্রদলের নির্বাচিত জিএস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দুইবারের সহসভাপতি হন তিনি। 

বিভি/এজেড

মন্তব্য করুন: