• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ঈদের পর ভেঙে ফেলা হবে কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন

প্রকাশিত: ১৭:৫৫, ১৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ঈদের পর ভেঙে ফেলা হবে কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন

ঈদের পরে কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলা হবে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 

রাজধানীর অন্যতম পাইকারি বাজারের কাঁচামালের দোকান গাবতলী আমিনবাজারে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। আমিনবাজারে গড়ে তোলা হয়েছে ভবন। সেকারণে সোমবার (১৮ মার্চ) বিকালে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। 

এসময় কাঁচামাল আড়ৎ ব্যবসায়ীরা বলেন গাবতলীতে কাঁচাবাজার স্থানান্তরের জন্য এখনও তেমন অবকাঠামো তৈরি হয়নি। সিটি করপোরেশন কাঁচাবাজার স্থানান্তর করার ক্ষেত্রে কতখানি আন্তরিক সে ব্যাপারেও প্রশ্ন তোলেন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ীরা।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে ব্যবসায়ীদের জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করা যাবে না। 
 

বিভি/টিটি

মন্তব্য করুন: