• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ঈদের কেনাকাটার মতো জমে উঠেছে রেস্টুরেন্টের ইফতার আয়োজন

প্রকাশিত: ১৪:১৮, ২৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ঈদের কেনাকাটার মতো জমে উঠেছে রেস্টুরেন্টের ইফতার আয়োজন

রমজানে ঈদের কেনাকাটার মতো জমে উঠেছে বিভিন্ন রেস্টুরেন্টের ইফতারের আয়োজন। রোজাদারদের কেউ স্বজনদের নিয়ে আবার কেউ বন্ধু-বান্ধব নিয়ে মনকাড়া ইফতারের স্বাদ নিতে আসেন গুলশানের ''কিভা হান'' রেস্টুরেন্টে। খাবার শেষে এখানেও বিকাশ পেমেন্টে থাকছে বিশেষ ছাড়। 

রমজানে রোজাদারদের জন্য রেস্টুরেন্টগুলোতে থাকে বাহারি ইফতারের আয়োজন। ইফতারের জন্য রসনা বিলাসের আয়োজনের কোনো কমতি নেই গুলশানের জনপ্রিয় রেস্টুরেন্ট ''কিভা হানে''। 
 
কেউ কেউ ঈদের কেনাকাটা করতে বের হলে ইফতার সেরে নেন কিভা হানে। আবার অনেকে বাসায় রান্না বান্নার ঝামেলা এড়াতে পরিবার পরিজন কিংবা বন্ধু-বান্ধবসহ আসেন ইফতার করতে।

তুলনামূলক সাশ্রয়ী দামের ইফতারের প্যাকেজ নিয়ে 'কিভা হানে' আসা সবার মুখেই ছিল এখানকার খাবারের প্রশংসা।

এদিকে, বিপনীবিতানের মতো ঈদ উপলক্ষে 'কিভা হানের খাবারের পেমেন্ট বিকাশে করলেই মিলছে ৫ শতাংশ ক্যাশব্যাকসহ পাঁচশ টাকার ডিসকাউন্ট কুপন। এতে গ্রাহকরাও স্বাচ্ছন্দে লুপে নিচ্ছেন এই অফার।

কর্তৃপক্ষ জানিয়েছেন, বাহারি প্যাকেজের ইফতারে নিজেদের ডিসকাউন্টের পাশাপাশি বিকাশের ক্যাশব্যাক অফার ক্রেতাদের একটু বেশিই টানছে কিভা হানে।

ঈদ কেনাকাটায় সারাদেশে কয়েক হাজার বিপনী বিতানের মত এই রেস্টুরেন্টেও বিকাশের এমন অফার থাকবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।

বিভি/রিসি

মন্তব্য করুন: