কঠিন জয়ে লক্ষ্য পূরণ বার্সার

সেভিয়ার বিপক্ষে জয়ের কঠিন সমীকরণ পূরণ করেই স্প্যানিশ কাপ কোপা ডেল রে'র ফাইনালে উঠেছে বার্সেলোনা। বুধবার ঘরের মাঠে প্রতিপক্ষকে ৩-০'তে হারিয়ে দুই লেগের সেমিফাইনাল ৩-২'এ জিতে নেয় আসরের রেকর্ড চ্যাম্পিয়নরা।
সেভিয়ার মাঠে প্রথম লেগ ২-০'তে হেরেছিলো বার্সা। তাই বুধবার ন্যু ক্যাম্পে তাদের শুধু জিতলেই হতো না, জয়ের সঠিক সমীকরণটাও পূরণ করার দরকার ছিলো। সেই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় ম্যাচের দ্বাদশ মিনিটেই দলকে এগিয়ে নেন দেম্বেলে। ডি-বক্সের বাইরে মেসির পাস পেয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড। গোল খেয়েই পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়ে সেভিয়া। চার দিন আগে লা লিগায় বার্সার কাছে ২-০'তে হেরে যাওয়া দলটির এই ভূমিকায় মেসি, দেম্বেলেদের কাজটা আরো কঠিন হয়ে যায়। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ভেস্তে যায় তাদের সব আক্রমণ। এর মধ্যে ৭১ মিনিটে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হওয়া সেভিয়া যোগ করা সময়ের প্রথম মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রেজেস। তিন মিনিট পরেই পিকে গোল করে বার্সার আশা বাঁচিয়ে রাখেন। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ব্রাথওয়েট গোল করে কাতালান জায়ান্টদের সমীকরণ মেলানোর জয় নিশ্চিত করেন ৩-০'তে।
বিভি/এমএইচকে