রোনালদোর জাদুতে উড়ে গেল সুইজারল্যান্ড
উয়েফা নেশনস লিগ `এ` এর ২ নম্বর গ্রুপে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। দলটির প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। লিজবনে ম্যাচের শুরুতেই গোল পায় সুইজারল্যান্ড। সাত মিনিটে গোল করেন হারিস সেফেরোভিচ। তবে মুহূর্তেই বাঁশি বাজিয়ে রেফারি জানিয়ে দেন জেরদান শাচিরির কর্নার থেকে উড়ে এসে বল লাগে ফাবিয়ান শারের হাতে। তাই গোল হলেও বঞ্চিত হতে হয় সুইসদের।
১১:৫৬ এএম, ৬ জুন ২০২২ সোমবার