• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

তত্ত্বাবধায়ক সরকার আর বাংলাদেশ দেখতে চাই না: কামরুল

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
তত্ত্বাবধায়ক সরকার আর বাংলাদেশ দেখতে চাই না: কামরুল

ঢাকা-২ আসনের সংসদ সদস্য সাবেক খাদ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আর বাংলাদেশে দেখতে চাই না। তত্ত্বাবধায়ক সরকার আমি বিশ্বাস করি না। বিএনপি-জামাত জোট ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা বারবার ষড়যন্ত্র করছে।’ 

কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘বিএনপি-জামাত ক্ষমতায় আসতে পারবে না জেনে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। তারা পুলিশের উপর আক্রমণ করছে। তারা আবারও অগ্নিসন্ত্রাস চালিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।’ 

শনিবার (২৪ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের উদ্যোগে কালিন্দী ইউনিয়নের রেড রোজ পার্টি সেন্টারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৯৪ টি পূজা মন্ডবে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মডেল থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিউল আজম খান বারকু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব ও মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে ৯৪টি পূজামণ্ডপের প্রত্যেকটি মন্ডব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়।

বিভি/এজি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2