• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

পুড়ছে বস্তি, জ্যামে আটকে ফায়ার সার্ভিসের গাড়ি

প্রকাশিত: ১৭:১৬, ২৪ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
পুড়ছে বস্তি, জ্যামে আটকে ফায়ার সার্ভিসের গাড়ি

পুরোনো ছবি।

রাজধানীর মহাখালীর কড়াইল এলাকার গোডাউন বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ মার্চ) ইফতারির দুই ঘণ্টা আগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তবে আরও ইউনিট যুক্ত হওয়ার জন্য রওনা হলেও রাস্তায় যানজটে আটকা আছে ফায়ার সার্ভিসের গাড়ি।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কড়াইলের গোডাউন বস্তিতে আগুন লাগার সংবাদ পাওয়া যায় বিকাল ৪টা ৫ মিনিটে। খবর শুনে সেখানে ৭ ইউনিট সাথে সাথে রওনা হলেও প্রথম ইউনিট পৌঁছায় ২৪ মিনিট পর। আর ১ ঘণ্টায় পৌঁছাতে পেরেছে মাত্র ৪টি ইউনিট। এখনও ৩টি ইউনিট আটকে আছে জ্যামে।

তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। 

বাংলাদেশের সবচেয়ে বড় বস্তি কড়াইল। রাজধানীর স্বল্প আয়ের তিন লাখ শ্রমজীবী মানুষের বসবাস এখানে। 

বিভি/এজেড

মন্তব্য করুন: