• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে কেমিক্যাল কারখানায় আগুন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৬, ২৬ নভেম্বর ২০২১

আপডেট: ১২:৪২, ২৬ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
চট্টগ্রামে কেমিক্যাল কারখানায় আগুন

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সাগরিকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস  নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় আগুন লাগার সংবাদ আসে। এরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। 

তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড নামে একটি রাসায়নিক কেমিক্যাল কারখানায় আগুনের সূত্রপাত হয়। এর কয়েক মিনিট পর সেখানে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

জানা গেছে, এই কারখানাতে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ছিলো। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় কারখানা বন্ধ ছিলো। যারা ভেতরে ছিলো সবাই নিরাপদে বেরিয়ে এসেছেন বলেও জানা যায়।

বিভি/এসপি/এওয়াইএইচ

মন্তব্য করুন: