• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

যে কারণে ঝালকাঠিতে বাড়ছে তরমুজের চাষ

মো. মাসউদুল আলম

প্রকাশিত: ১২:৪০, ১২ মে ২০২২

ফন্ট সাইজ
যে কারণে ঝালকাঠিতে বাড়ছে তরমুজের চাষ

অধিক লাভজনক হওয়ায় ঝালকাঠিতে দিনদিন বাড়ছে তরমুজের চাষ। বীজ রোপনের তিন/চার মাসের মধ্যে এর ফলন পাওয়া যায়। ক্ষেত পরিচর্যার খরচ ছাড়া বাড়তি কোনো উৎপাদন খরচ না থাকা ও লাভের পরিমাণ অধিক হওয়ায় এই চাষে ঝুঁকছেন অনেকেই। এদিকে, তরমুজ চাষ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করাসহ নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষিবিভাগ। 

দেশের দক্ষিণাঞ্চলের জেলা ঝালকাঠির রাজাপুরের চরপালট ও নলছিটির হদুয়ারচড়সহ বিভিন্ন এলাকায় এ বছর ব্যাপকভাবে তরমুজের আবাদ হয়েছে। দেশব্যাপী এর বেশ চাহিদা থাকায় ও অল্প খরচে লাভ বেশি হওয়ায় জেলায় দিন দিন বেড়ে চলেছে তরমুজের আবাদ। 

ঝালকাঠির চাহিদা মিটিয়ে প্রতিদিন নৌ ও সড়ক পথে ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ হচ্ছে বিপুল পরিমাণ তরমুজ। ঝালকাঠির বিভিন্ন হাটে রমরমা বেচাকেনা চলছে। তাই এ বছর খরচের তুলনায় দ্বিগুণ লাভের আশা করছেন চাষিরা।

অল্পসময়ে অধিক লাভজনক হওয়ায় এই ফসল চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই চাষিই বলে জানান, বেশ কয়েকজন তরমুজ চাষি। 

জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম জানান, লাভজনক হওয়ায় জেলার বেকার যুবকরা বিকল্প কর্মসংস্থান তৈরিতে আগ্রহী হচ্ছেন তরমুজ চাষে। তাদের সবরকম সহযোগিতা দেয়া হচ্ছে।

চলতি মৌসুমে জেলায় ৪৮ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। 

বিভি/রিসি

মন্তব্য করুন: