• NEWS PORTAL

  • সোমবার, ১৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তীব্র গরমে অসুস্থ হয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রকাশিত: ২০:৪৫, ২৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
তীব্র গরমে অসুস্থ হয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

নরসিংদীতে তীব্র গরমে অসুস্থ হয়ে সুলতান উদ্দিন (৭৮) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে নরসিংদী আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সুলতান উদ্দিন নরসিংদী সদর উপজেলার ভেলানগর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ৪০ বছর যাবৎ মৃত: এ এম বদরুদদোজা জিলু আইনজীবীর সহকারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, প্রতিদিনের মতো নিজ বাড়ি থেকে পেশাগত কাজে নরসিংদীর আদালতে আসেন সুলতান উদ্দিন। কাজ করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এ সময় বাড়িতে যাওয়ার জন্য আদালত প্রাঙ্গণ থেকে হেঁটে নরসিংদী কালেক্টরেট জামে মসজিদের সামনে পৌঁছালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এএনএম মিজানুর রহমান বলেন, সুলতান উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাই ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা মুশকিল। তবে রোগীর স্বজনরা জানিয়েছে, তার বুকে ব্যথা ছিল। তার ওপর প্রচণ্ড গরমের মধ্যে কাজ করছিলেন।

বিভি/রিসি

মন্তব্য করুন: