• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

ডলারের দাম ৭ টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: ১৬:৫৫, ৮ মে ২০২৪

আপডেট: ১৬:৫৬, ৮ মে ২০২৪

ফন্ট সাইজ
ডলারের দাম ৭ টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক

ডলারের দাম ১১০ থেকে ১১৭ টাকা বাড়িয়েছে করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই হিসেবে নতুন করে ডলারের মূল্য বৃদ্ধি পেল ৭ টাকা। বুধবার (৮ মে) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ দাম ঘোষণা করেছে সংস্থাটি।

প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে ‘ক্রলিং পেগ’ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এ পদ্ধতিতে ডলারের মধ্যম রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। কিন্তু গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল ১১০ টাকা। যা ছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকার বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারিত ডলার রেট।

উল্লেখ্য যে, ‘ক্রলিং পেগ’ হলো বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি, যেখানে একটি নির্দিষ্ট বিনিময় হারের সঙ্গে একটি মুদ্রাকে হারের একটি ব্যান্ডের মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয়। পদ্ধতিটি সম্পূর্ণরূপে স্থির বিনিময় শাসনের মূল বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি ভাসমান বিনিময় হার শাসনের নমনীয়তা ব্যবহার করে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2