ডেমরা থেকে ভোলাগঞ্জের লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার

ছবি: সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা থেকে লুট হওয়া প্রায় ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঢাকার ডেমরার সারুলিয়া শুকুরসী ঘাট এবং নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় র্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে এসব পাথর উদ্ধার করা হয়।
র্যাব-১১-এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে ডেমরার সারুলিয়া এলাকার সাতটি প্রতিষ্ঠান থেকে আস্ত ও ভাঙা—দুই ধরনের পাথর জব্দ করা হয়েছে।
তিনি জানান, প্রতিষ্ঠানগুলোর মালিকদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, সম্প্রতি সাদাপাথর এলাকা থেকে আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি টাকা মূল্যের প্রায় দুই লাখ ঘনফুট সাদা পাথর এবং প্রায় ২৪০ কোটি টাকা মূল্যের ছয় লাখ ঘনফুট বালু চুরি হয়েছে।
তিনি বলেন, লুট করা পাথর স্থানীয়ভাবে জমা করে পরে ভাঙার জন্য বিভিন্ন মেশিনে পাঠানো হতো।
বিভি/এসজি
মন্তব্য করুন: