• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

সুদের টাকা পরিশোধের চাপ, অতঃপর যা করলেন গৃহবধূ...

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৬, ৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১৪:৩১, ৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সুদের টাকা পরিশোধের চাপ, অতঃপর যা করলেন গৃহবধূ...

কুড়িগ্রামের উলিপুরে সুদের টাকা পরিশোধের চাপ ও অপমান সহ্য করতে না পেরে রওশনারা বেগম (৫৫) নামে এক গৃহবধূ বিষপান করেছেন। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কামাল খামার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্বজন ও স্থানীয়দের ভাষ্যমতে, তিন মাস আগে রওশনারা বেগম আজগার আলীর ছেলে সাইফুর রহমানের কাছ থেকে ১৭ হাজার টাকা ধার নেন। অভাবের কারণে তিনি টাকা পরিশোধ করতে পারেননি। এরপর সাইফুর রহমান নিয়মিত সুদের টাকা আদায় করতে থাকেন।

গত ২ নভেম্বর রওশনারার ছেলে আব্দুর রহিমকে সাইফুর রহমান নিজের বাড়িতে ডেকে নিয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে এক লাখ ১৩ হাজার টাকা পাওনা লেখা নেন এবং তাতে আব্দুর রহিমের স্বাক্ষর করিয়ে নেন। এরপর ওই টাকার জন্য প্রতিদিন রওশনারার পরিবারকে চাপ দিতে থাকেন তিনি।

পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার (৪ নভেম্বর) সাইফুর রহমান রওশনারা ও তাঁর মেয়েকে হুমকি দেন। এতে অপমানিত হয়ে পরদিন সকালে রওশনারা বেগম জমিতে ব্যবহৃত কীটনাশক পান করেন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মেহেরুল ইসলাম বলেন, ‘রওশনারা বেগমের শরীর থেকে পয়জন জাতীয় পদার্থ বের করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।’

যোগাযোগ করা হলে অভিযুক্ত সাইফুর রহমান দাবি করেন, আব্দুর রহিম স্বেচ্ছায় স্ট্যাম্পে স্বাক্ষর করেছে। সুদের টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি আর কথা না বলে ফোন কেটে দেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “এ বিষয়ে আমরা এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিভি/এজেড

মন্তব্য করুন: