বিগত তিন সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে চট্টগ্রামে শুনানি
জাতীয় সংসদের ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনের বিভিন্ন অনিয়ম তদন্তে শুনানি করছে নির্বাচন কমিশনের গঠিত তদন্ত কমিশন। শনিবার (৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এতে গত তিন নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীরা এবং নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
শুনানি কার্যক্রম পরিচালনা করছেন জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য তাজরিয়ান আকরাম হোসেন ও ড. মো. আব্দুল আলীম। তাদের সঙ্গে রয়েছেন তদন্ত কমিশনের আইন ও গবেষণা কর্মকর্তা মো. ফারুক হোসাইন ও মো. সোয়েবুর রহমান এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আব্দুল মোমিন সরকার।
এর আগে গতকাল শুক্রবার শুনানিতে অংশ নেন ৪২ জন নির্বাচনী কর্মকর্তা। আজ (শনিবার) শুনানিতে অংশ নেওয়ার কথা রয়েছে ১৮ জনের। এছাড়াও এসব নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার দেশের বিভিন্ন স্থান থেকে হাজির হন। তবে, শুনানিতে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। গণমাধ্যমে কথাও বলেননি তদন্ত কমিশনের কোনো সদস্য।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: