• NEWS PORTAL

  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫

মানিকগঞ্জে মুন্নু স্কুল অ্যান্ড কলেজের বাসে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৫, ১০ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মানিকগঞ্জে মুন্নু স্কুল অ্যান্ড কলেজের বাসে আগুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিং করে রাখা অবস্থায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৯ নভেম্বর) রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে।  

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত নবগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাসটিতে অগ্নিসংযোগের সময় কোনো যাত্রী ছিলো না। প্রতিদিন সকাল ৬টার দিকে শিবালয় উপজেলার উথলী মোড় থেকে সদর উপজেলার গিলন্ড পর্যন্ত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড  কলেজের শিক্ষার্থীদের আনা-নেওয়া করে বাসটি।

মুন্নু গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে নাশকতা করে ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষনে কাজ করছে পুলিশ এবং কে বা কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

বিভি/এসজি

মন্তব্য করুন: