আ. লীগের লকডাউন কর্মসূচিতে খাগড়াছড়ি জেলায় পরিস্থিতি স্বাভাবিক
কঠোর নিরাপত্তার মধ্যেও রাতে খাগড়াছড়ির আলুটিলা ময়লা টিলা এলাকায় গাছ কেটে সড়ক বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। তবে সকাল থেকে জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চলছে সব ধরনের যানবাহন।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার পর আলুলিার ময়লার ডিপু এলাকায় এ ঘটনা ঘটে। তবে এরই মধ্যে ঢাকাসহ সারাদেশের যানবাহন গুলো ছেড়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে সেনা,পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাখানিক চেষ্টা চালিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এ দিকে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে পুরো খাগড়াছড়ি জেলাকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলেছে আইন-শৃঙ্খলা বাহিনী। জেলার প্রবেশমুখ মানিকছড়ি, রামগড় ও জেলা শহরে টহলের পাশাপাশি একাধিক স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। সে সাথে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচী ঘোষণা করলেও জেলার জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। দুরপাল্লার পাশাপাশি আভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল করছে।
বিভি/এআই




মন্তব্য করুন: