• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

সড়ক দুর্ঘটনায় আহত চবি ছাত্রদল নেতার মৃত্যু

প্রকাশিত: ১০:৫৬, ১০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সড়ক দুর্ঘটনায় আহত চবি ছাত্রদল নেতার মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় আহত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে, গত ৬ ডিসেম্বর রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন চৌধুরী (৪২)। এসময় গুরুতর আহত হন তার সাথে থাকা চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ।

পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তিনি তিনদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। কিন্তু, তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মঙ্গলবার সন্ধ্যায় মারা যান চবি ছাত্রদলের এই নেতা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2