• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: আমু

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৫, ২১ মে ২০২২

ফন্ট সাইজ
শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: আমু

কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করা। সংগঠনের শক্তি বৃদ্ধির মাধ্যমে দলকে সুসংগঠিত করতে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

শনিবার (২১ মে) দুপুরে ঝালকাঠিতে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে বিরোধী দলের অপরাজনীতি দক্ষতার সাথে মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

শিল্পকলা একাডেমীর হল রুমে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আমির হোসেন আমু তার সদস্য পদ নবায়ন করার মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, সদস্য গোলাম রাব্বানী চিনু, আনিসুর রহমান। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

বিভি/এমএমএ/এইচকে

মন্তব্য করুন: