• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বাবা দিবসে বাবার ছোঁড়া ইটের আঘাতে ছেলের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৩, ১৮ জুন ২০২৩

ফন্ট সাইজ
বাবা দিবসে বাবার ছোঁড়া ইটের আঘাতে ছেলের মৃত্যু

এবার বাবা দিবসে এক বাবার ছোঁড়া ইটের আঘাতে এক সন্তানের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। 

রবিবার (১৮ জুন) ভোর ৬টার দিকে পাওনা টাকাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত পিতাকে আটক করেছে পুলিশ। নিহত সন্তান জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ফুলবাড়ী বুরিন্দাপাড়া গ্রামের জয়নুদ্দিনের ছেলে জিয়ারুল ইসলাম (৪০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত জিয়ারুল তার বাবার কাছে কিছু টাকা পাওনা ছিলো। সেই পাওনার ৪৩ হাজার টাকা রবিবার ভোরে বাবার কাছে চাইতে গেলে পাওনা টাকাকে কেন্দ্র করে বাবা ছেলের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই একপর্যায়ে কথা কাটাকাটির মধ্যে পিতা জয়নুদ্দিন ছেলে জিয়ারুলকে ইট ছুঁড়ে মারতে গেলে তা জিয়ারুলের পেটের নিচে জোড়ে আঘাত করে। এতে ইটের আঘাতে ঘটনাস্থলেই জিয়ারুলের মৃত্যু হয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে জিয়ারুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা পক্রিয়াধীন। 

বিভি/এজেডি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2