বিএনপি নেতা আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ
বিএনপি নেতা আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ
ঢাকা উত্তর বিএনপির আহবায়ক আমানুল্লাহ আমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে শারীরিক অসুস্থতার জন্য কারাবিধি অনুযায়ী তাকে চিকিৎসা দেয়ার নির্দেশের পাশাপাশি অ্যাম্বুলেন্সে করে আমানকে হাসপাতালে নেয়ার আবেদন মঞ্জুর করেছে আদালত ।
দুদকের মামলায় আত্মসমর্পণ করবেন এজন্য রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই জেলা জজ আদালত প্রাঙ্গনে জড়ো হতে থাকে বিএনপি নেতাকর্মীরা। ভীড় ঠেকাতে একপর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ।
দুপুর বারোটার দিকে আদালত প্রাঙ্গনে আসেন বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। কড়া পুলিশী পাহারায় দুপুর সাড়ে ১২টায় ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন চান।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আবুল কাশেম আমানউল্লাহ আমানকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। রাজনৈতিক কারনে এ আদেশ দেয়া হয়েছে বলে দাবি আমানউল্লাহ আমানের আইনজীবীর ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের।
জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় গত ৩০ মে হাইকোর্টের একটি বেঞ্চ আমানউল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: