• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

৭৬ বার পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন

প্রকাশিত: ১৪:৩৩, ৩১ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৪:৪৭, ৩১ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
৭৬ বার পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন

৭৬ বারের মতো পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় করা তদন্ত প্রতিবেদন। রবিবার (৩১ ডিসেম্বর) এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান প্রতিবেদন দাখিল করতে পারেননি। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ৭৬ বারের মতো পেছাল৷

তথ্য বলছে, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়ে যায়। পরে হ্যাকার গ্রুপ অর্থপাচারের মাধ্যমে ওই টাকা ফিলিপাইনে পাঠিয়ে দেয়।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেন। পরদিন মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। সেই থেকে সাত বছরে ৭৬ বার সময় নিয়েও প্রতিবেদন দাখিল করতে পারেনি সিআইডি।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2