• NEWS PORTAL

  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

আইনজীবী সমিতির নির্বাচনে মারামারি

যুথীর আগাম জামিনের দিন জামিন পেলেন কাজলও

প্রকাশিত: ২১:২৭, ২০ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
যুথীর আগাম জামিনের দিন জামিন পেলেন কাজলও

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় করা হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীসহ চার আইনজীবীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই মামলায় কারাগারে থাকা বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে জামিন দিয়েছে হাইকোর্ট। 

বুধবার (২০ মার্চ) বিচারপতি মো রেজাউল হক ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার ওসমান চৌধুরীকে জামিন দেন।

আদালতে তাদের জামিন আবেদন শুনানীনি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী ও এ এফ হাসান আরিফ। এছাড়া এই মামলার প্রধান আসামি নির্বাচনের স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীকে আগাম জামিন দিয়েছেন বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ। 

তার সঙ্গে পাওয়া অপর তিন আসামী হলেন অ্যাডভোকেট শাকিলা রৌশন, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা ও মারামারি ঘটনার প্রেক্ষাপটে বরখাস্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাকির হোসেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2