• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তাপমাত্রা কমার সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস 

প্রকাশিত: ১৩:১৮, ২৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
তাপমাত্রা কমার সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস 

মে মাসের শুরুতে তাপমাত্রা কমতে পারে। ২ মে'র পর থেকে বৃষ্টি ও সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সারাদেশে বয়ে যাওয়া চলমান মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের উপস্থিতির কারণে গরমের অস্বস্তি বাড়বে। চলমান হিট অ্যালার্টের মেয়াদকাল শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে, তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান রবিবার থেকে খুলে দেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর-মাউশি। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৪ মে থেকে শনিবারও স্কুল খোলা থাকবে বলে জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

বিভি/টিটি

মন্তব্য করুন: