• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রধান বিচারপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন মো. আশফাকুল ইসলাম

প্রকাশিত: ১৯:১১, ২৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:১১, ২৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
প্রধান বিচারপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন মো. আশফাকুল ইসলাম

ফাইল ছবি

প্রধান বিচারপতির সৈয়দ রেফাত আহমেদের বিদেশ সফরকালীন সময়ে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তুরস্ক সফরের উদ্দেশে প্রধান বিচারপতি বৃহস্পতিবার ভোরে দেশ ছেড়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হচ্ছে। প্রধান বিচারপতি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরে তিনি সংযুক্ত আরব আমিরাতে যাবেন। ২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের নিউইয়র্ক ইউনিভার্সিটি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রধান বিচারপতি। আগামী ৩০ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2