• NEWS PORTAL

  • সোমবার, ২৩ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

২১ দিনে শেষ হলো শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ

প্রকাশিত: ১৪:১৪, ১৩ মে ২০২৫

আপডেট: ১৪:১৪, ১৩ মে ২০২৫

ফন্ট সাইজ
২১ দিনে শেষ হলো শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার রায় ১৭ মে। অভিযোগ গঠনের ২১ দিনে শেষ হলো বিচার কার্যক্রম। মঙ্গলবার (১৩ মে) সকালে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ দিন ধার্য করেন। এসময় চার আসামি আদালতে উপস্থিত ছিল। 

এর আগে, সোমবার (১২ মে) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা মামলার নানা তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে যুক্তি তুলে ধরেন। পরিপূর্ণ উপস্থাপন না হওয়ায় আজ (মঙ্গলবার) আবারো শুনানি হয়। এরপর রায় ঘোষণার দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় মোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন। 

তিনি আরও বলেন, এসব সাক্ষ্য-প্রমাণে আসামি হিটু শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। 

৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামের আছিয়া, বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গেলে ধর্ষণ শেষে হত্যাচেষ্টার শিকার হয়। পরে চিকিৎসাধীন ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আছিয়ার। 

বিভি/এসজি

মন্তব্য করুন: