মেট্রোরেল দুর্ঘটনায় বিশেষজ্ঞ কমিটি গঠন, ৩০ দিনে প্রতিবেদন জমার নির্দেশ
ছবি: সংগৃহীত
মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মেট্রোরেল ও সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে উচ্চ আদালত আজ (বুধবার) এ আদেশ দেন।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার তানভির আহমেদ রিট দায়ের করেন। বিবাদী করা হয়েছে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়। একারণে আগারগাও থেকে শাহবাগ পযর্ন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার সাড়ে ২৩ ঘণ্টা পর সোমবার সকাল এগারোটা থেকে সম্পূর্ণ রুটে ট্রেন চলাচল শুরু হয়। তবে স্বাভাবিকের চেয়ে কিছুটা ধীর গতিতে চলছে ট্রেন।
বিভি/এসজি




মন্তব্য করুন: