পরকীয়ার জেরে প্রেমিক খুন, পুলিশ দম্পতির মৃত্যুদণ্ডাদেশ
ময়মনসিংহে পুলিশের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে খুন হওয়া সাইফুল ইসলাম হত্যা মামলায় পুলিশ দম্পতিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক হারুন অর রশিদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝালকাঠি জেলার নলছিটি থানার ভবানীপুর এলাকার মোনাসেফ আলীর ছেলে কনস্টেবল মো. আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলী।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে পুলিশের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের জেরে ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি এলাকায় প্রেমিকার ভাড়া বাসায় পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুনের শিকার হন সাইফুল ইসলাম। পরে তার লাশ বস্তাবন্দি করে গুম করতে গিয়ে নগরীর টাউন হল মোড়ে হাতেনাতে আটক হন অভিযুক্ত দম্পতি। ঘটনার পর সাইফুলের মা মোছা. মুলেদা বেগম কোতোয়ালি থানায় কনস্টেবল আলাউদ্দিন, তার স্ত্রী নাসরিন নেলীসহ অজ্ঞাতনামা দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন আদালত।
অন্যদিকে ২০২২ সালে তারাকান্দা থানায় প্রতারণা করে স্বর্ণ চুরির ঘটনায় মোছা. কুলছুম (৫৮) হত্যা মামলায় রুবেল মিয়াকে (৩০) মৃত্যুদণ্ড এবং অন্য আসামি দ্বীন ইসলামকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন অতিরিক্ত দায়রা জজ আদালত।
বিভি/টিটি




মন্তব্য করুন: