• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

মাদক মামলায় পরীমণিকে অভিযুক্ত করে চার্জশিট

প্রকাশিত: ১৭:৪৬, ৪ অক্টোবর ২০২১

আপডেট: ১৮:৫৮, ৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
মাদক মামলায় পরীমণিকে অভিযুক্ত করে চার্জশিট

আলোচিত চিত্রনায়িকা পরীমণি'র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার্জশিট দিয়েছেন তদন্ত কর্মকর্তা সিআইডি'র পরিদর্শক কাজী মোস্তফা কামাল। সোমবার (৪ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এটি দাখিল করেন তিনি।

চার্জশিটে পরীমণিসহ মোট তিনজনের নাম আছে। অপর দুই অভিযুক্ত হলেন- আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।

গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস-এর আদালত ৫০ হাজার টাকার মুচলেকায় পরীমণি'র জামিন মঞ্জুর করেন। এর আগে তিন দফায় পরীমণিকে মোট সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ৪ আগস্ট রাতে বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানান র‌্যাব সদস্যরা। পরে র‌্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণি'র বিরুদ্ধে মামলা করে।

গত ২৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত পরীমণি'র ব্যবহৃত গাড়ি, মোবাইল ফোন, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত তাঁকে ফেরত দেওয়ার নির্দেশ দেন।

বিভি/এএইচ/রিসি 

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2